প্রকাশিত: 26/01/2020
আজ রোববার সকালে রাজধানীর কড়াইবস্তি এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ভোটারদের উদ্দেশ্য করে বলেন, সামনে আরও ভয়ভীতি ও হুমকি আসতে পারে।
আপনারা কেউ ভয় পাবেন না, ১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ভোটটা দিন। জনগণের কাছ থেকে কেড়ে নেয়া ক্ষমতা ভোটে নির্বাচিত হয়ে ফিরিয়ে দেব ।
পুনর্বাসনের আগে বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না প্রতিশ্রুতি দিয়ে তাবিথ আউয়াল বলেন, আমি বস্তিবাসীর দুঃখ দুর্দশা দেখেছি। বস্তিবাসীর পুনর্বাসনের লক্ষ্য যা যা করণীয় সব করা হবে। তবে পুনর্বাসনের আগে কাউকে উচ্ছেদ করা হবে না।
নির্বাচনী গণসংযোগে তাবিথ আউয়ালের সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ।