হামলা-মামলা করে সরকার নির্বাচনী মাঠ ফাঁকা করতে চায় : ইশরাক

প্রকাশিত: 27/01/2020

নিজস্ব প্রতিবেদন :

হামলা-মামলা করে সরকার নির্বাচনী মাঠ ফাঁকা করতে চায় : ইশরাক

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেন, হামলা-মামলা করে সরকার নির্বাচর্নী মাঠ ফাঁকা করতে চায় ।

ইশরাক জানান, আমাদের ওপর হামলার পর আমাদের নেতাকর্মীদের নামে মামলা দেয়া হয়েছে । পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে । হামলার বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি ।

আমি শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী । সাংবাদিকদের মাধ্যমে আমি আহ্বান জানাতে চাই আগামী দিনগুলোতে যাতে শান্তিপর্ণ পরিবেশ বজায় থাকে সেই উদ্যোগ গ্রহণ করা হয় ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, হাবিব-উন নবী খান সোহেল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ।

আরও পড়ুন

×