প্রকাশিত: 27/01/2020
আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে রাজধানীর গোপীবাগে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভিডিও ফুটেজে দেখলাম বিএনপিপ্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন এখানে দোষ তারই ।
নির্বাচনকে কেন্দ্র করে বড় কোন সংঘর্ষ হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গতকালকের সংঘর্ষকে পূঁজি করে বিএনপি বিদেশি রাষ্ট্রদূতকে বোঝাতে চাইছে যে, আক্রমণটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে ।
সেতুমন্ত্রী আরও বলেন, ঘটনার সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করা উচিত নির্বাচন কমিশনের। আসল অপরাধীকে জাতির সামনে তুলে ধরা উচিত ।
উল্লেখ্য, সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে বিএনপির ৪০-৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা শতাধিক লোককে আসামি করে ওয়ারি থানায় মামলা করেন। এঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছেন।