প্রকাশিত: 28/01/2020
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউয়ের রাস্তবায়ন উপলক্ষে এক কর্মশালা শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, করোনাভাইরাসের ব্যাপারে আমরা সজাগ আছি, দেশে সে ধরনের ব্যবস্থা রেখেছি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা দেশে ফিরছেন, তাদেরকে পর্যবেক্ষণে রাখবে সরকার ।
বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্পে চীনা কর্মীরা কাজ করছে । এসব চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশিদের কাজ করলে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, এতে কোনো অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায় ?
চীনের উহান শহর থেকে দেশের মানুষদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উহান শহর থেকে দেশের মানুষদের ফিরিয়ে আনতে, পাশবর্তী দেশ ভারতসহ অনেক দেশ আবেদন করেছে। তবে চীন সরকারের অনুমতি ছাড়া তাদেরকে দেশে ফিরিয়ে আনতে পারবো না ।