প্রকাশিত: 28/01/2020
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কুশল বিনিময় করে ভোট ও দোয়া চেয়েছেন।
এর আগে সকাল ১০ টায় ঢাকা দক্ষিণ সিটির বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
ফখরুলের সঙ্গে কুশল বিনিময় করে আতিক ভোট ও দোয়া চাইলে বিএনপির মহাসিচব বলেন, আমি ঢাকা সিটির ভোটার না। ঠাকুরগাঁওয়ের ভোটার। তবে নির্বাচনে সব প্রার্থীদের জন্যই দোয়া থাকবে।