জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ মোটেও দায়ী নয় : শেখ হাসিনা

প্রকাশিত: 29/01/2020

নিজস্ব প্রতিবেদন :

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ মোটেও দায়ী নয় : শেখ হাসিনা

আজ বুধবার বাংলাদেশ ডেভলোপমেন্ট ফোরামের ২ দিন ব্যাপী সেমিনারের উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ মোটেও দায়ী নয়। পৃথিবীর অন্যান্য ছোটখাটো দেশও দায়ী নয়। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলো দায়ী।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। এই বদ্বীপ অঞ্চলের মানুষ নানাভাবে দুর্যোগের শিকার হয়ে থাকে। জলোচ্ছ্বাসে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ক্ষমতায় আসার পর মানুষ যাতে ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় নিতে পারে সেজন্য বহুসংখ্যক সাইক্লোন সেন্টার এবং ঘূর্ণিঝড় সহনশীল বাড়ি তৈরি করে দিয়েছি। এর ফলে এখন ঘূর্ণিঝড় বা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কম হচ্ছে ।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব শুরু হওয়ার আগে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। যাতে আমরা পিছিয়ে না থাকি তার জন্য ৪৯২টি উপজেলায় আমরা কারিগরি শিক্ষার ব্যবস্থা করেছি।

আরও পড়ুন

×