প্রকাশিত: 29/01/2020
আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট এলাকায় গণসংযোগের সময় এক পথসভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, আমি গত ৯ মাস একটি কঠিন অনুশীলন করেছি। সেই অভিজ্ঞতা থেকেই আপনাদের আধুনিক ঢাকা উপহার দিবো।
আতিকুল ইসলাম বলেন, ১ ফেব্রুয়ারি আপনারা আবার নৌকাকে বিজয়ী করে একটি আধুনিক ঢাকা গড়ার সুযোগ দিন। মেয়র হিসেবে নির্বাচিত হলে একটি আধুনিক, সচল ও গতিময় ঢাকা উপহার দিতে সর্বাত্মক কাজ করবো।