জনমনে প্রশ্ন, এবার ক্ষমতাসীন দল কীভাবে ভোট চুরি করবে

প্রকাশিত: 31/01/2020

নিজস্ব প্রতিবেদন :

জনমনে প্রশ্ন, এবার ক্ষমতাসীন দল কীভাবে ভোট চুরি করবে

আজ শুক্রবার রাজধানীর গুলশানে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল কনসুলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, ২০১৫ সালে সিটি নির্বাচনে কেন্দ্র দখল করে সিল মারা হয়েছিল।জনমনে প্রশ্ন, এবার ক্ষমতাসীন দল কীভাবে ভোট চুরি করবে।এবার তো ইভিএমে ভোট হবে।

ইশরাক বলেন, যেখানেই যাচ্ছি, সেখানেই ভোট কারচুপি কীভাবে হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। জনগনের মনে ভোট ডাকাতির শস্কা। এবার তো ইলেকট্রনিক ভোটিং মেশিন ভোট হবে।

ইশরাক হোসেন আরো জানান, বলা হচ্ছে সকাল ৮টার আগে ইভিএম মেশিন নাকি ওপেন হবে না। তবে আমাদের কাছে খবর আছে, সকাল ৮টার আগে মেশিন চালু রাখা সম্ভব।

এটা রাত পোহালেই আমরা দেখতে পাব। এসময় ইশরাক গণমাধ্যমকর্মীরা শেষ আশ্রয়স্থল নির্বাচনের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

আরও পড়ুন

×