প্রকাশিত: 31/01/2020
আজ শুক্রবার বিকালে চট্রগ্রামের হাটহাজারিতে ইডেন ইংলিশ স্কুলের অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কোনো প্রার্থীর বাড়িতে গিয়ে সহানুভূতি জানানো কোনো বিদেশী কূটনীতিবিদদের কাজ নয় তেমনি এটি কূটনীতিরও কাজ নয় ।
তথ্যমন্ত্রী বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে তারা যেভাবে কথাবার্তা বলছেন তা কূটনৈতিক শিষ্টাচারে পড়ে না। আমি মনে করি এই ক্ষেত্রে কূটনৈতিক শিষ্টাটার লঙ্ঘিত করা হয়েছে।
হাছান মাহমুদ আরো জানান, আমাদের দেশে আমরা সব সময় দেখতে পায় বিদেশী কূটনীতিবীদদের এ নিয়ে আগ্রহটা বেড়ে যায়। এটির জন্য অবশ্য আমাদেরও কেউ কেউ দায়ী।আপনারা জানেন, কোনো কিছু হলেই বিএনপি দেশে বিদেশী কূটনীতিবিদদের ডেকে নালিশ করে।
ড. হাছান মাহমুদ বলেন, বিদেশী পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন, কিন্তু এখানে কোনো বিদেশী পর্যবেক্ষক আসেনি। স্থানীয়ভাবে যারা কূটনীতির কাজ করতে এসেছেন তাদেরকে পর্যবেক্ষণ কার্ড দেয়া হয়েছে।
এটি কিভাবে দিল কেন দিল এটি আমার কাছে বোধগম্য নয়। এই ব্যাপারে নির্বাচন কমিশনের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল।