প্রকাশিত: 31/01/2020
আজ শুক্রবার বনানী জামে মসজিদের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, কয়েকটি ছোটখাটো ঘটনা ছাড়া পরিবেশ উৎসবমুখর আছে ।
আতিকুল ইসলাম বলেন, প্রচারে পুরো সময়টাই দলের নেতাকর্মী ও সমর্থকেরা রাস্তায় ছিল। আমরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি। গণসংযোগে মানুষের উপস্থিতি দেখে আমরা বুঝতে পেরেছি নৌকা প্রতীকের অবস্থান খুবই ভালো।
মেয়র পদপ্রার্থী বলেন, একটি ভোট খুবই গুরুত্বপূর্ণ। সবাই যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সে জন্য সবাইকে অনুরোধ করব।
আতিকুল ইসলাম আরো জানান, তাঁদের সব প্রস্তুতি শেষ হয়েছে। আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান পোলিং এজেন্টদের কাগজপত্র স্বাক্ষর করে এবং প্রয়োজনীয় কাগজ–কলম দিয়ে প্রস্তুত করছেন।