প্রকাশিত: 01/02/2020
আজ শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম উত্তরা নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এবং বিএনপির মেযরপ্রার্থী তাবিথ আউয়াল গুলশান-২ এর মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজেদের ভোটা প্রধান করেন।
ভোট শেষে আতিক বলেন, সকাল সকাল সবাই এসে ভোট দিয়ে যান। আশা করি, আমাদের জয় হবে।
ভোট দেওয়ার পর তাবিথ আউয়াল বলেন, আমরা হাল ছাড়ছি না। আমাদের মনোবল শক্ত আছে। আমাদের শক্তি জনগণ।