প্রকাশিত: 01/02/2020
আজ শনিবার সকালে উত্তরা নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রধান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেন, আশা করি জনগন আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সকাল সকাল সবাই আসেন ভোট দিয়ে যান।
আতিকুল ইসলাম আরো বলেন, আশা করি জয় আমাদের হবে । কারণ নৌকা দিয়েছে উন্নয়ন। নৌকা দিয়েছে স্বাধীনতা, নৌকা দিয়েছে লাল সবুজের পতাকা। এ সময় তার সঙ্গে স্ত্রী-মেয়ে ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ ।