প্রকাশিত: 01/02/2020
আজ শনিবার সকালে পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে ঢাকা উত্তর সিটির ২ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বেনু ও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী কদম আলী মাতব্বরের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার অভিযোগ উঠিছে।
স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বেনু বলেন, আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমার নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। আমার সমর্থকদের ওপর হামলা করা হয়েছে।
এনিয়ে পল্লবী মহিলা ডিগ্রি কলেজের সহকারী প্রিজাইডিং অফিসার বলেন, এখানে সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ চলছে । একটু আগে হট্রগোলের আওয়াজ শুনেছি। কিন্তু বাহিরে আসলে কী হয়েছে বলতে পারি না।