ইভিএমে এজেন্টের প্রয়োজন নেই : জাহাঙ্গীর কবির নানক

প্রকাশিত: 01/02/2020

নিজস্ব প্রতিবেদন :

ইভিএমে এজেন্টের প্রয়োজন নেই : জাহাঙ্গীর কবির নানক

আজ সকালে ৮ টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ভোটগ্রহণ শুরু হয়েছে। পুরো ভোট ইভিএম মেশিনে হচ্ছে। এসময় ইভিএমে এজেন্টের প্রয়োজন হয় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

নানক বলেন, বিএনপি-জামায়াত কেন্দ্র দখল করে এবং ভোটার অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। জনগণের ভোটের অধিকার ক্ষুন্ন হয় এমন কাজ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করবে।

নানক আরো জানান, বিএনপি সাংগঠনিক দক্ষতা হারিয়েছে, তাই নিজেরা ভোট কেন্দ্রে এজেন্ট দিতে পারছে না।

আরও পড়ুন

×