প্রকাশিত: 01/02/2020
আজ শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে নিজের ভোটাধিকার প্রধান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, গত নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়া ছিল আত্মঘাতী ভুল সিদ্ধান্ত। আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি। এবার মাঠ ছেড়ে যাব না।
মির্জা আব্বাস আরো জানান, কেন্দ্র দখলের পরও ভোটের ফলাফল কি হয়, তা শেষ পর্যন্ত আমরা দেখব। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচন কেমন হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, কোন কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে কেন্দ্রে থেকে বের করে দেওয়া হচ্ছে ।