ভোটার দেখাতে কৃত্রিম লাইন তৈরি করলেন তাপস-আতিকের সমর্থকরা

প্রকাশিত: 01/02/2020

নিজস্ব প্রতিবেদন :

ভোটার দেখাতে কৃত্রিম লাইন তৈরি করলেন তাপস-আতিকের সমর্থকরা

আজ শনিবার ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামের সমর্থকরা ভোটকেন্দ্রে কৃত্রিম লাইন তৈরি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ভোটকেন্দ্রে ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থকরা একটি কৃত্রিম লাইন তৈরি করেন।

এছাড়া মিরপুর-১০ এর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আতিকুল ইসলামের সমর্থকরাও ভোট কেন্দ্রের গেট বন্ধ করে কৃত্রিম লাইন তৈরি করছেন ।

ভোটাররা ঢুকতে না পারলেও দীর্ঘ লাইন তৈরি করে রাখা হয়েছে, যাতে সবার মনে হয় সেখানে ব্যাপক ভোটার উপস্থিতি রয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থেকে হতাশ হয়ে পড়েন ভোটাররা।

ভোটারদের দাবি,  ভোটকেন্দ্র খালি থাকলেও তাদেরকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। প্রতি ১০ মিনিট বা তার চেয়ে বেশি সময় পর পর এক দুজনকে ঢুকতে দেয়া হচ্ছিল।

আরও পড়ুন

×