প্রকাশিত: 01/02/2020
আজ শনিবার এক বিবৃতিতে ঢাকার দুই সিটি নির্বাচনে নানা অভিযোগ তোলে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বিবৃতিতে অভিযোগ তুলে ইসলামী আন্দোলনের আমির বলেন, ভোটারদের ভোট দিতে না দেয়া, এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া, ভোট দিতে বাধা, ইভিএম ব্যবহার করে ডিজিটাল কারচুপি সহ নানা অভিযোগ তুলে ধরেন।
নির্বাচন বিষয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। নির্বাচন নিয়ে এ দেশের সাধারণ জনগণের আর কোন আগ্রহ অবশিষ্ট নেই।নির্বাচনের নামে এ ধরনের প্রহসনের কোনো মানে হয় না।