প্রকাশিত: 02/02/2020
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই মানুষ ভোট দিতে পেরেছে।
হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষা একদিন আগে হরতাল দেওয়া ঠিক হয়নি। বিএনপির হরতালে কোথাও কোনো প্রভাব পড়েনি। সব কিছু স্বাভাবিকভাবে চলছে। আতস্কিত হওয়ার কিছু নেই।
গতকালের ভোট ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ভোটে মানুষের উপস্থিতি নিয়ে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। মানুষ ঢাকায় এক জায়গায় থেকে আরেক জায়গায় বাসা বদল করে। অনেক সময় এক জায়গা থেকে অন্য যায়গায় চলে গেলে ভোট দিতে আসতে পারে না।