প্রকাশিত: 03/02/2020
আজ সোমবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে ৩ মার্চ ধার্য করেছেন আদালত।
কেরানীগঞ্জে কেন্দীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার ৩ নম্বর আদালতের বিশেষ জজ আবু সৈয়দ দিলজার হোসেন এ দিন ধার্য করেছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া তিনি জানান,খালেদা জিয়া যেহেতু হাসপাতালে ভর্তি, তা ছাড়া কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি তাই অভিযোগ গঠনের শুনানি পেছানো হোক। পরে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে এ মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।