রোহিঙ্গাদের সহায়তায় ১০ লাখ ইউরো দেয়ার প্রতিশ্রুতি ইতালির

প্রকাশিত: 06/02/2020

নিজস্ব প্রতিবেদন :

রোহিঙ্গাদের সহায়তায় ১০ লাখ ইউরো দেয়ার প্রতিশ্রুতি ইতালির

গতকাল বুধবার ইতালির রাজধানী রোমে প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় বর্তমান সহযোগিতার অতিরিক্ত আরো ১০ লাখ ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইতালি।

ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে বেঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, উভয় দেশের প্রধানমন্ত্রী প্রায় ১ ঘন্টার বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

১১ লাখ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেয়ার জন্য জিউসেপ কোঁত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভূয়সী প্রশংসা করেন। এবং বলেন, তার দেশে ( বাংলাদেশ ) রোহিঙ্গাদের জন্য বর্তামান সহায়তার অতিরিক্ত আরো ১০ লাখ ইউরো দিবো। এ সহায়তা ইউএনএইচসিআর- এর মাধ্যমে দেয়া হবে।

আরও পড়ুন

×