সিটি নির্বাচনে ভোটার কম হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : কাদের

প্রকাশিত: 06/02/2020

নিজস্ব প্রতিবেদন :

সিটি নির্বাচনে ভোটার কম হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : কাদের

আজ বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পুননির্বাচন দাবির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির পুননির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। দুই সিটি নির্বাচনে জালিয়াতি, ভোট কারচুপির কোনো সুযোগ নেই। জালিয়াতি বা কারচুপি ভোট হলে ভোট আরো বেশি কাস্ট হতো।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপিও জানে বিক্ষিপ্ত দু-একটি ঘটনা ছাড়া ফ্রি-ফেয়ার ইলিকশন হয়েছে। এই নির্বাচনের নিয়ে পর্যবেক্ষকদের কোনো অভিযোগ নেই। শুধু অভিযোগ আছে বিএনপির।

খালেদা জিয়ার মু্ক্তির দাবিতে সমাবেশে বিএনপির আওয়ামী লীগের সহযোগিতা কামনা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঢাকা শহরে সমাবেশ করেছে, কিংবা সারাদেশে সমাবেশ করেছে। কোনো সমাবেশে আওয়ামী লীগ সমস্যার সৃষ্টি করেছে, বাধা দিয়েছে এমন একটা উদাহরণ কেউ দিতে পারবে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

আরও পড়ুন

×