প্রকাশিত: 06/02/2020
আজ বৃহস্পতিবার রাজশাহী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, উপমহাদেশের মানদন্ডে ঢাকা সিটিতে সবচেয়ে ভালো ভোট হয়েছে।
একইসঙ্গে বলেন, বিএনপির লোকজন হামলা করবে, এমন আশস্কা থেকেই ঢাকা সিটি নির্বাচনে ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসিনি।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি প্রথম থেকেই ইভিএমের বিরুদ্ধে যেভাবে প্রচারণা চালিয়েছে, তাতে সাধারণ ভোটাররা বিভ্রান্ত হয়েছে। এটি যদি না হতো তাহলে আরও ৭/৮ শতাংশ ভোট বেশি পড়তো।
তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনের শুরু থেকেই বলেছে, সিটি নির্বাচন হচ্ছে আমাদের আন্দোলনের অংশ। আর বিএনপির আন্দোলন মানেই হচ্ছে মানুষ জানে জ্বালাও-পোড়াও।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আরো বলেন, জনসংখ্যার দিক থেকে ঢাকা শহর হচ্ছে পৃথিবীর অন্যতম একটি শহর। সেই শহরে প্রায় ৫৫ লাখ ভোটার আছে।এতো সংখ্যক ভোটারের শহরে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সহজ কাজ নয়। তাই আমি মনে করি সেজন্য নির্বাচন কমিশন ধন্যবাদ পাওয়ার অধিকার রাখে।