ভারতের অন্যায়, অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, ভবিষ্যতেও বলে যাব : ভিপি নুর

প্রকাশিত: 08/02/2020

নিজস্ব প্রতিবেদন :

ভারতের অন্যায়, অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, ভবিষ্যতেও বলে যাব : ভিপি নুর

গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর নিজের ফেসবুক পেজে লাইভে এসে বলেন, ভারতের অন্যায়, অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি, ভারতের শোষণের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি এবং ভবিষ্যতেও বলে যাব।সেক্ষেত্রে যদি জীবন দিতে হয় দেব। কিন্তু দেশের শত্রুদের সঙ্গে কোন কমপ্রোমাইজ নাই।

ভিপি নূর বলেন, অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে বলে সব বিষয়ে কথা না বলে স্পেফেফিক বিষয়ে কথা বলি। তাদের পরামর্শকে আমি স্বাগত জানাই।

তবে তাদের প্রতি এই আহ্বানটাও জানাই যে, নির্যাতন নিপীড়ন হবে। সরকার হামলা মামলা করবে। সেই ভয়ে কি আমরা কথা না বলে চুপ করে থাকবো ? এতোটা কাপুরুষ আমরা নই।

অসংখ্য ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কর্মরত আছে জানিয়ে ভিপি নূর জানায়,  বাংলাদেশে কর্মরত অবৈধ ভারতীয়রা প্রতিবছর ৩২ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। আপনারা রাজনৈতিক লোভের কারণে চুপ থাকতে পারেন, কিন্তু ছাত্রসমাজ চুপ থাকবে না।

আরও পড়ুন

×