কৃষকরাই এখন সবচেয়ে বেশি অবহেলিত : জিএম কাদের

প্রকাশিত: 08/02/2020

নিজস্ব প্রতিবেদন :

কৃষকরাই এখন সবচেয়ে বেশি অবহেলিত : জিএম কাদের

রাজধানীর হোটেল সেভেন্টি ওয়ান মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবাষির্কী ও নব-গঠিত নির্বাহী কমিটির পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, দেশ প্রেমিক কৃষকরাই এখন সবচেয়ে বেশি অবহেলিত এবং বঞ্চিত।

জাপা চেয়ারম্যান বলেন, মৌসুমে কৃষি শ্রমিকদের মজুরির চেয়ে ধানের দাম কমে যায়। তখন কৃষকরা ধান কাটতে বিপাকে পড়েন। এ সময় সরকার কৃষিক্ষেত্রে ভর্তুকি দিলেও কৃষকরা তা পায় না।

সরকারি ভর্তুকি পেতে চাইলে রাজনৈতিক নেতা কর্মীদের হাতে কৃষকদের লাঞ্চনার শিকার হতে হয়। তাই তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।

তিনি আরো জানান, কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ণে উপজেলা পরিষদ ব্যবস্থা প্রবর্তন করে অসাধারণ কৃতিত্ব গড়েছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় কৃষকদের সংগঠিত করে তাদের স্বার্থ রক্ষায় কাজ করতে পার্টির নেতাকর্মীদের নির্দেশ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন কবির শাওন, সহ-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ শেখ হৃদয় প্রমুখ।

আরও পড়ুন

×