প্রকাশিত: 08/02/2020
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সভায় ড. কামাল হোসেন বলেন, আজ খালেদা জিয়ার মুক্তির জন্য সভা করতে হবে এটা অকল্পনীয়। এখন সভা সমাবেশ নয়, ঐক্যবদ্ধ আন্দোলনকে সামনে রেখে মাঠে নামবো।
ড. কামাল বলেন, সত্যিকার অর্থে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। তাদের দ্বারা দেশ পরিচালনা করা হবে। বর্তমানে যারা আছে, তাদের লাথি মেরে দেশ থেকে বের করে দিতে হবে।
ড. কামাল আরো বলেন, আজ সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নিজের অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশের ইতিহাস দেখেছি, জনগণের অধিকার বঞ্চিত করে কেউ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি।