প্রকাশিত: 08/02/2020
আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করনীয় শীর্ষক এক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সীমান্তে হত্যা আগের চেয়ে বেড়েছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সঙ্গত কারণটা কি আপনারা অনেকেই জানেন। তবে আমরা এটা নিয়ে কাজ করছি যাতে এটা কমিয়ে আনা যায়। তাই দুই দেশের যা যা করণিয় সেটা আমরা করবো।
সাংবাদিকদের এক প্রশ্নের এক জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে উপযুক্ত চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে। যদিও তার যে রোগ, সেগুলো স্থায়ী রোগ।কাজেই তাকে যে উপযুক্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না এটা সত্যি নয়।
ঢাকা সিটি নির্বাচনের দিন সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এ সাবকন্টিনেন্টের নির্বাচন এতো সুন্দর, এতো অহিংস নির্বাচন বোধ হয় আপনারা আর দেখেননি আমি মনে করি।
মোহাম্মদপুরে সাংবাদিকের হামলার ঘটনাটা এটাও আমাদের নজরে এসেছে। আমরা ভিকটিমের কথা অনুযায়ী এবং তার বর্ণনা অনুযায়ী একজনকে অলরেডি গ্রেপ্তার করেছি