শেখ হাসিনার আমলে নারীরা ক্ষমতাবারন হয়েছে : ফজিলাতুন নেসা ইন্দিরা

প্রকাশিত: 09/02/2020

নিজস্ব প্রতিবেদন :

শেখ হাসিনার আমলে নারীরা ক্ষমতাবারন হয়েছে : ফজিলাতুন নেসা ইন্দিরা

গতকাল দুপুরে রাজশাহীর পবা উপজেলা হলরুমে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, এখন নারীরা দুর্বল আমি মানি না। প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, নারীরা বিচারপতি, ডিসি, এসপি, ওসি-সবই হচ্ছে নারীরা।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকার ৩৫ টি ক্যাটাগরিতে ৩৯ হাজার নারীকে সরকার চাকরি দিয়েছে। নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে মুজিব বর্ষে ১ লাখ নতুন নারী উদ্যোক্তা তৈরি করা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। সরকার সামাজিক নিরাপত্তার যে কাজগুলো করেছে তার মধ্যে বৈপ্লবিক অবস্থান তৈরি করেছে রাষ্ট্রিয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা চালু, বৃদ্ধি ও প্রসারিত করার মধ্য দিয়ে।

তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে সমাজের বাধা পেরিয়ে নারীর অগ্রযাত্রা শুরু করেছিল। এখন তারাই জয়িতা হচ্ছেন। স্বাধীনতার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারই একমাত্র নারীবান্ধব সরকার। শেখ হাসিনার আমলে নারীরা অনেকে ক্ষমতাবান হয়েছে।রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন।

আরও পড়ুন

×