প্রকাশিত: 09/02/2020
আজ রবিবার রাজধানীর শাহবাগ থানার দায়ের হওয়া নাশকতার ২ মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ ৩৫ নেতা। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই জামিনের আদেশ দেন।
জামিনের সত্যতা নিশ্চিত করেন, দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ ৩৫ নেতাকর্মী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
নাশকতার ২ মামলায় জামিন পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল।