প্রকাশিত: 11/02/2020
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ওনারা শুধু পদ্মা সেতু আর ফ্লাইওভার দেখান, মনে হয় আমরা ফ্লাইওভার খেয়ে বেঁচে থাকব।
তিনি বলেন, এ দেশের মানুষের এখন এমন অবস্থা হয়েছে যে, মানুষ পেঁয়াজ, আদা লবণ, তেল কিনতে দাম নিয়ে চিন্তা করতে হয়। এত বড় প্রতারণার রাজনীতি গত ৪৯ বছরে আমরা দেখিনি।
মানুষের দুর্বিষহ অবস্থার সমালোচনা করে মান্না বলেন, দুর্নীতি হয় ব্যাংকে, ব্যাংকগুলো নিঃস্ব। দুর্নীতি হয়েছে শেয়ারবাজারে। শেয়ারবাজারের মানুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।