চারদিকে লুটপাটের মহামারী চলছে : রিজভী

প্রকাশিত: 11/02/2020

নিজস্ব প্রতিবেদন :

চারদিকে লুটপাটের মহামারী চলছে : রিজভী

আজ মঙ্গলবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চারদিকে লুটপাটের মহামারী চলছে, সরকারের লোকজন যে যেভাবে পারছে লুটে নিচ্ছে জনগণের অর্থসম্পদ।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লুটপাটের বড় খাত কেবল শেয়ারবাজারে সীমাবদ্ধ নেই। ব্যাংকগুলো একটির পর একটি দেউলিয়া করার পর এখন জনগণের পকেট কাটতে সরকার একটির পর একটি নতুন ব্যাংক অনুমোদন দিচ্ছে।

অর্থসম্পদ গচ্ছিত রাখার ব্যাংক এখন রীতিমতো আতস্কে পরিণত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, নতুন করে আইন বানানো হচ্ছে- কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আমানতকারীর যত আমানতই থাকুক না কেন, মাত্র এক লাখ টাকা বীমার টাকা দেয়া হবে।

এসময় রুহুল কবির রিজভী আরো বলেন,  এক লাখ ১৬ হাজার কোটি টাকার খেলাপি ঋণের হিসাব সংসদে দিলেও বাস্তবে দ্বিগুণ। এর ওপর নতুন করে লুটপাট করতে আরও তিনটি ব্যাংকের অনুমতি দিচ্ছে সরকার।

আরও পড়ুন

×