প্রকাশিত: 16/02/2020
গতকাল শনিবার বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত সমাবেশে সরকারকে ফেলে দেয়া নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ড. কামাল হোসেন লাথি মেরে সরকারের পতন ঘটাতে চান, অথচ বঙ্গবন্ধুর জন্যই তিনি দুবার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, ষড়যন্ত্রকারীরা '৭৫-এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে গণতন্ত্রকে হত্যা করেছিল। সেই তারা এখনও নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।