বিএনপি খালেদা জিয়ার মঙ্গল চায় না : তথ্যমন্ত্রী

প্রকাশিত: 19/02/2020

নিজস্ব প্রতিবেদন :

বিএনপি খালেদা জিয়ার মঙ্গল চায় না : তথ্যমন্ত্রী

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি রাজনীতি করতে চায় । তারা খালেদা জিয়ার মুক্তি ও তার মঙ্গল চায় না।

প্যারোল প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, তিনি প্যারোলের কথা বলেননি।

তার পরিবার থেকে প্যারোলের কথা বলা হচ্ছে, পত্রিকায় দেখলাম । যদিও এখনও কোনও আবেদন পড়েনি। বিষয়টি সম্পর্কে তারাই স্পষ্ট না । আমরা কি বলব।

ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম,ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য।

আরও পড়ুন

×