প্রকাশিত: 19/02/2020
আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়াকে নিয়ে পশ্নের জবাব দিবো সেই সময় আমার হাতে নেই।
ওবায়দুল কাদের বলেন, আমি বারবার এই প্রশ্নের উত্তর দিতে চাই না। এ নিয়ে অনেক কথা হয়েছে। মানোনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের অনেক কাজ রয়েছে দেশের কাজ, দলের কাজ।
খালেদা জিয়ার জামিন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া আদালতে গেছেন। আদালতই সব ঠিক করবেন। এটা কোনও রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। আদালত থেকে যেই সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত।