প্রকাশিত: 23/02/2020
আজ রবিবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানি । হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের বেঞ্চে জামিন শুনানি ঘোষনা করা হবে। তাই বিএনপির নেতাকর্মীসহ সবার দৃষ্টি আজ আদালতের দিকে।
খালেদা জিয়ার জামিন পাবে কিনা, জামিন না পেলে বিএনপির পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে গত কয়েক দিন আলোচনা ছিল বিএনপি নেতাকর্মীসহ সব রাজনৈতিক মহলে।
গতকাল শনিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন দলটির স্থায়ী কমিটির নেতারা।
জানা গেছে, আজ রবিবার মামলায় জামিন শুনানিতে আবেদনের পক্ষে কোন ধরনের মেরিট তুলে ধরা হবে, কিভাবে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু উপস্থাপন করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে।
লন্ডন থেকে স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ,