ঢাকা-সিলেট ৬ লেন কাজ শুরু হবে জুলাইয়ে : ওবায়দুল কাদের

প্রকাশিত: 25/02/2020

নিজস্ব প্রতিবেদন :

ঢাকা-সিলেট ৬ লেন কাজ শুরু হবে জুলাইয়ে : ওবায়দুল কাদের

ঢাকা-চট্রগ্রাম রেল এক্সপ্রেস ও ঢাকা-সিলেট ৬ লেন রাস্তা : এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশের সঙ্গে আলোচনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,  ঢাকা-সিলেট ফোর লেনে দুটি সার্ভিস লেনসহ ৬ লেনের জন্য মার্চের মধ্যে ডিপিপি প্রণয়ন হয়ে প্ল্যানিং কমিশনের অনুমোদন হবে।

আগামী জুলাই থেকে ফিজিক্যাল কনস্ট্রাকশনের কাজ শুরু করা যাবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা-সিলেটে ৬ লেন এক্সপ্রেসওয়ে হবে ২০৯ কিলোমিটার।

ফ্লাইওভার থাকবে ৮টি, ওভারপাস ২২টি এবং রেলওভার পাস ৫টি, ব্রিজ ৬৯টি, আন্ডারপাস ১০টি ও ফুটওভার ব্রিজ থাকবে ২৯টি।

এ প্রকল্পে অর্থায়ন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে সেতুমন্ত্রী বলেন,  ফান্ডিং ম্যাক্সিমাম এডিবি করবে, আগের বাজেট পরিবর্তন হয়েছে ডিজাইন পরিবর্তন হওয়ায়। আনুমানিক খরচ ধরা হয়েছে দুই বিলিয়ন ডলার।

ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ বৃদ্ধিতে সড়কে কোনো এক্সপ্রেসওয়ে না করে রেল এক্সপ্রেসওয়ের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, রোডের দুটি এক্সপ্রেসওয়ে করার পরিবর্তে রেল এক্সপ্রেসওয়ে করা সুবিধাজনক মনে করা হচ্ছে।

আরও পড়ুন

×