প্রকাশিত: 25/02/2020
আজ মঙ্গলবার পিলখানা হত্যাকান্ডের একাদশ বার্ষিকীতে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচারের উদ্যোগ নেবেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিডিআর হত্যাকান্ডে যাদের অভিযুক্ত করা হয়েছে, তারা বলেছে এই বিচার সু্ষ্ঠু হয়নি। এই ঘটনার জন্য সেনাবাহিনী থেকে ওই সময়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি।আমরাও মনে করি এই বিচার সুষ্ঠু হয়নি।
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে মহাসচিব বলেন, ‘আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দিতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে সংঘটিত হয় বর্বরোচিত এক হত্যাকাণ্ড।
বিডিয়ার বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ওই বাহিনীর ৭৪ জন সদস্য নিহত হয়।শহীদ হন বাংলাদেশের ৫৭ জন দেশপ্রেমিক চৌকস সেনা অফিসার।