প্রকাশিত: 29/02/2020
আজ শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি অবস্থান দেখে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে।তারই ধারাবাহিকতায় আমাদের তারা সমাবেশ করতে দিচ্ছে না।
মির্জা ফখরুল আরো বলেন, জনগণকে দমিয়ে রেখে, মানুষের আকাঙ্খাকে দমিয়ে রেখে এরা রাষ্ট্র পরিচালনা করতে চায়।
খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে জামিন দেয়া হচ্ছে না বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি এত অসুস্থ যে, তার অসুস্থতার পরেও তাকে জামিন দেয়া হচ্ছে না।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়। এই আদেশের প্রতিবাদে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করলেও পুলিশের কাছ থেকে তার অনুমতি মেলেনি।