প্রকাশিত: 29/02/2020
আজ শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, পাপিয়ার কল লিস্টে ৩৩ জন এমপি ও ১১ জন মন্ত্রীর নাম পাওয়া গেছে তাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে।কাদের ছত্র-ছায়ায় পাপিয়ারা বেড়ে উঠেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিএনপির চিনিশপুরুস্থ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কে উঠতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে।পরে জেলা খানার মোড়ে বিক্ষোভ সমাবেশ করে।
এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি এড.বাসেদ, যুগ্ম- সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুবদলের সহ-সভাপতি শাহেনশাহ শানু প্রমূখ।