ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিএনপির মানববন্ধন কর্মসূচী পন্ড

প্রকাশিত: 02/03/2020

আতিকুর রহমান টুটুল

ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিএনপির মানববন্ধন কর্মসূচী পন্ড

ঝিনাইদহে জেলা বিএনপির মানববন্ধন কর্মসূচী পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যে বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে দিকে বক্তব্য রাখছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ। বক্তব্য চলাকালে সদর থানার ওসি মিজানুর রহমান কর্মসূচীতে বাঁধা দেয়। এসময় তিনি মানববন্ধনের ব্যানার নেন। পরে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।  

 

আরও পড়ুন

×