৬ দিনের রিমান্ডে এনামুল-রুপন

প্রকাশিত: 02/03/2020

নিজস্ব প্রতিবেদন :

৬ দিনের রিমান্ডে এনামুল-রুপন

আজ সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোনা ও বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় পুরান ঢাকার দুই ভাই এনামুল হক ও রুপন ভূঁইয়ার বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ২৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে এনামুল ভূঁইয়ার বাসায় তল্লাশি চালিয়ে ২৬ কোটি টাকাসহ বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা এবং সাড়ে ১২ কেজি সোনা জব্দ করে র‌্যাব।

এঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এনামুল হক ভূঁইয়ার বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, এনামুল ও রুপন ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থেকে কোটি কোটি টাকার অবৈধ টাকা উপার্জন করেছেন।

ওয়ারী থানার পুলিশ ঢাকার আদালতে এক প্রতিবেদন দিয়ে বলেন, আসামিদের বাসা থেকে জব্দ করা সোনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা।

এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছেন কিনা জানার জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

আরও পড়ুন

×