নরেন্দ্র মোদির আসা নিয়ে অরাজকতা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: 08/03/2020

নিজস্ব প্রতিবেদন :

নরেন্দ্র মোদির আসা নিয়ে অরাজকতা হলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আজ রোববার দুপুরে নওগাঁর ধামইরহাট মাদককারবারিদের আত্মসমর্পণ ও নতুন থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুশিয়ারি দিয়ে বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কোনো গোষ্ঠি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্টমন্ত্রী বলেন, অহেতুক ঝামেলা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু দেশ ।  সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি।

মাদককারবারিদের আত্মসমর্পণকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  অন্ধকার ছেড়ে যারা আজকে আলোর পথে এলেন তাদেরকে স্বাগত জানাই। ভবিষ্যতে এই প্রতিজ্ঞা ধরে রাখবেন বলে আমি বিশ্বাস করি।

আরও পড়ুন

×