প্রকাশিত: 12/03/2020
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাসের কোন লক্ষন দেখা দিলে লুকিয়ে না রেখে চিকিৎসকের পরামর্শ নিন।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে কেউ আসলে তার সঙ্গে মিশবেন না। তাকে অন্তত কিছুদিন আলাদা থাকতে দিন।করোনা ভাইরাসের আতঙ্ক শুরু হয়েছে। আপনারা আতঙ্কিত হবেন না। সচেতন থাকবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, যেখানে সেখানে কফ, থুতু ফেলবেন না।হাঁচি কাশি দিলে রুমাল বা টিস্যু ব্যবহার করবেন।