"করনা ভাইরাস সংক্রমণের  জরুরী নির্দেশনা  " বাংলাদেশ নির্বাচন কমিশন

প্রকাশিত: 22/03/2020

মোঃ জামাল হোসেন

"করনা ভাইরাস সংক্রমণের  জরুরী নির্দেশনা  " বাংলাদেশ নির্বাচন কমিশন

করনা ভাইরাস( কোভিড-১৯) সংক্রমণের জন্য সারা দেশে     নির্বাচন সংক্রান্ত  বিশেষ কর   ভোটার সংশোধন,  ভোটার স্থানান্তর,  নতুন ভোটার নিবন্ধন,  সকল নির্বাচন,  উপ নির্বাচন,  সিটিকর্পোরেশন  নির্বাচন,  জাতীয় নির্বাচন,  জেলা,  উপজেলা,  ইউনিয়ন পরিষদ নির্বাচন সহ সকল নির্বাচন আগামী  ৩১ মার্চ ২০২০ পর্যন্ত  স্থগিতাদেশ জারি করা হয়েছে ।  পরবতী  নির্দেশনা জানার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন  এর  নিজস্ব ওয়েবসাইট  www. ecs.gov.bd  খেয়াল রাখার জন্য  পরামর্শ  দেওয়া হল।  জরুরী সেবা পেতে ১০৫ নম্বর  এ  ক ল  করুন। ।

আদেশক্রমে - বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়,  প্রধান নির্বাচন ভবন,  আগারগাঁও,  ঢাকা -১২০৭                 

আরও পড়ুন

×