প্রকাশিত: 24/03/2020
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে আজ মঙ্গলবার থেকে দেশের সব লোকাল ট্রেন বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।এছাড়া আগামী ২৬শে মার্চ থেকে সকল ট্রেনের টিকিট বিক্রি বন্ধের ঘোষণা আসতে পারে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম।
রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস প্রাণঘাতি হয়ে উঠেছে।
আমরা ধীরে ধীরে সবগুলো ট্রেন বন্ধ করে দেবো। আজ থেকে সব লোকাল ট্রেন বন্ধ থাকবে। ভাইরাসটি যাতে সব অঞ্চলে ছড়িয়ে না পড়তে পারে সে কারণে আমরা ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।
রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম জানান, করোনার কারণে আগামী ২৬শে মার্চ থেকে দেশের সব ট্রেনের টিকিট বিক্রি বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না বলেও জানানো হয়।