প্রকাশিত: 25/03/2020
আজ বুধবার সন্ধ্যায় করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২৩ মার্চ সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছিলেন।
ধারণা করা যায়, আজকের ভাষণে করোনা পরিস্থিতি মোকাবেলায় কী করণীয় সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা আসবে। করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের মত বাংলাদেশও লকডাউনের পথে এগোবে কিনা সেটিও স্পষ্ট হবে সরকার প্রধানের ভাষণে।
এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টিও উঠে আসতে পারে তার ভাষণে। দীর্ঘ কারাভোগের পর খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।