এ সংকটে সীমিত আয়ের মানুষের পাশে দাঁড়ান : ওবায়দুল কাদের

প্রকাশিত: 28/03/2020

নিজস্ব প্রতিবেদন :

এ সংকটে সীমিত আয়ের মানুষের পাশে দাঁড়ান : ওবায়দুল কাদের

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এ সংকটে দেশের ধনী ও বিত্তবানদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, জনস্বাস্থ্যের নিরাপত্তা হুমকির পাশাপাশি দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।অনেকে করোনাভাইরাস সংক্রমণ-পরবর্তী অর্থনৈতিক বৈশ্বিক মহামন্দার ভবিষ্যদ্বাণী করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে স্থানীয় প্রশাসনের মাধ্যমে দরিদ্র্য জনগণের কষ্ট লাঘবের জন্য বিশেষ প্রণোদনা ব্যবস্থা চালু করেছেন।

মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে বিদ্যমান স্বাস্থ্যসেবার পাশাপাশি বন্ধুপ্রতিম রাষ্ট্র থেকেও সহযোগিতা নেয়া হচ্ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত ও চীন বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। 

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সামগ্রী বিশেষ বিমানযোগে ঢাকায় এসে পৌঁছেছে। কয়েকদিনের মধ্যে চীন থেকে আরও চিকিৎসা সামগ্রী বাংলাদেশে পৌঁছবে।

আরও পড়ুন

×