করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ালো কঠিন ব্যবস্থা : আইজিপি

প্রকাশিত: 29/03/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ালো কঠিন ব্যবস্থা : আইজিপি

করোনা ভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব রটালে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুলিশের মহাপরিদর্শক বলেন, নিয়মিত ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটর করছে। ইতোমধ্যে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

ওসিএআইবি কর্তৃক করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী  মাক্স, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার ইত্যাদি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ হুশিয়ারি দেন আইজিপি।

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করার জন্য ওসিএআইবি-কে ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, এ সহায়তা দু’দেশের বন্ধুপ্রতীম জনগণের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুন

×