কর্মহীনদের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী

প্রকাশিত: 30/03/2020

নিজস্ব প্রতিবেদন :

কর্মহীনদের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ : প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রামণের ফলে বর্তমান পরিস্থিতিতে কর্মহীনদের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল টেলিফোনে এ নির্দেশ দেন। গতকালই তাঁর নির্দেশটি দেশের সব জেলা প্রশাসককে পাঠিয়ে দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সারা দেশে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছে।

ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানগাড়ি চালক, পরিবহনশ্রমিক, রেস্তোরাঁশ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদারের তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

×