ইউরোপের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালো : ওবায়দুল কাদের

প্রকাশিত: 04/04/2020

নিজস্ব প্রতিবেদন :

ইউরোপের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালো : ওবায়দুল কাদের

আজ শনিবার সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের করোনভাইরাস পরিস্থিতি ইউরোপের  মতো উন্নত দেশের চেয়ে ভালো।

সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারি পরিস্থিতি মোকাবিলায় ১১ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন চলাচল স্থগিত থাকবে। তবে পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আজ শনিবার নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭০ জন।

আরও পড়ুন

×