প্রধানমন্ত্রীর ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা

প্রকাশিত: 05/04/2020

নিজস্ব প্রতিবেদন :

প্রধানমন্ত্রীর ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা

করোনা পরিস্থিতিতে শিল্প রক্ষা, বেসরকারি উদ্যোক্তাদের সহায়তা, সামাজিক নিরাপত্তা জোরদার করতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্যাকেজ ঘোষণা করেন।এই প্যাকেজের আওতায় শিল্প প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিতে পারবে। এছাড়া সামাজিক নিরাপত্তা নিশ্চিতে চলমান কার্যক্রমে বাড়তি অর্থ ব্যয় করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবিরসহ অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তিনি বলেন, প্রণোদনা প্যাকেজের আওতায় কতিপয় ঋণ কর্মসূচির মাধ্যমে দেয়া হবে। ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে শিল্প প্রতিষ্ঠান ভেদে ৩০ ও ২০ কোটি টাকার আলাদা প্যাকেজে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজস্ব তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ দেবে। তবে এই সুদের পাঁচ শতাংশ সরকার ভর্তুকি দেবে।

তিনি আরো বলেন, এই আর্থিক প্যাকেজ বাস্তবায়ন হলে চলমান অবস্থার উন্নয়নে সহায়তা করবে। অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে। উদ্যোক্তাদের প্রতিযোগিতা সক্ষমতা টিকিয়ে রাখাই হবে এই আর্থিক প্যাকেজের মূল লক্ষ্য।

আরও পড়ুন

×